
ওয়ালিদুর রহমান
প্রায়ই চাকরীপ্রার্থীরা অনুযোগ করেন, তারা সবরকম চেষ্টা স্বত্বেও ইন্টারভিউতে ডাক পান না। ইন্টারভিউতে না যেতে পেলে তারা যোগ্যতার প্রমান দেবেনই বা কিভাবে? ইন্টারভিউতে ডাক পাবার সুযোগ বাড়াতে হলে কী করতে পারেন:
১. আধুনিক ও যুগোপযোগী একটি সিভি বানান। কোথাও সিভি দিলেই তার সাথে একটি আকর্ষক ও প্রফেশনাল কভার মেইল দিন।
২. প্রচুর কর্পোরেট লিংক সৃষ্টি করুন। সিনিয়র, পপুলার, বড় পজিশনে থাকা কর্পোরেট পারসনদের সাথে লিংক বানান। পরিচয় ঘনিষ্ঠ হলে তাকে নিজে থেকে একটি সিভি দিন।
৩. সবগুলো বড় কোম্পানীর সাইটে গিয়ে নিজের প্রোফাইল বানান আর নিয়মিত ওদের সার্কুলার চেক করে আবেদন করুন।
৪. ফেসবুকে যতগুলো জব পেজ আছে তার মেম্বার হোন আর আপডেট থাকুন।
৫. প্রফেশনাল লেখালেখি করুন, আর সিনিয়র রাইটারদের লেখায় ফিডব্যাক দেবার মাধ্যমে তাদের সাথে লিংকড আপ হোন।
৬. মাঝে মাঝে ফেবুতে ও লিংকডইনে চাকরী চেয়ে পোস্ট দিতে পারেন। সেটা তবে সংক্ষিপ্ত আর আপনার কোর কোয়ালিফিকেশন সহ।
৭. জব ফেয়ারে জয়েন করুন, আর সেখানে সিভি ড্রপ করুন।
৮. সবগুলো অনলাইন জব পোর্টালে নিজের আকর্ষক প্রোফাইল বানান, নিয়মিত ভিজিট করুন আর আবেদন করুন। আবেদনের আগে অবশ্যই অবশ্যই বিজ্ঞাপনটি ভালভাবে পড়ুন। ক্রাইটেরিয়া মিললে তবেই আবেদন করুন। না মিললে স্রেফ ভাগ্য পরীক্ষা করার জন্য সিভি পাঠাবেন না।
৯. মোবাইলে ও ক্লাউডে সবসময় একটি আপডেটেড সিভি রাখুন।
১০. আপনার মতো আরো চাকরীপ্রার্থীকে নিয়ে গ্রুপ বানিয়ে একত্রে কাজ করুন।
১১. ইউনিভার্সিটির সিনিয়র ভাইবোনদের খুঁজে বের করুন আর তাদের এপ্রোচ করুন।
১২. কোনো প্রতিষ্ঠানে মেইলে সিভি দিলে যদি না ডাকে তবে ৫/৭ দিনের গ্যাপে সর্বোচ্চ ২ বার রিমাইন্ডার মেইল বা ফোন কল দিতে পারেন।
১৩. যে প্রতিষ্ঠানে আবেদন করেছেন সেখানকার HR অফিসারের নম্বর বা মেইল যোগাড় করে তাদের সাথে কথা বলার চেষ্টা করতে পারেন।
১৪. যেকোনো একটি দুর্লভ ইন্টারভিউতে ডাক পেলে সেটিতে আপনার যোগ্যতার কোনো ঘাটতির জন্য যেন বাদ না পড়েন-নিজের যোগ্যতাকে সেই লেভেলে নিয়ে যান।
১৫. নিজের ফেসবুক ও লিংকডইন প্রোফাইল ও ওয়াল মার্জিত, প্রোফেশনাল ও আধুনিক রাখুন।
১৬. ইন্টারভিউ দিয়ে আসার পরে ৭ দিনের মধ্যে কোনো ফিডব্যাক না পেলে ফোনে বা মেইলে ফিডব্যাক জানতে চান।
১৭. ইন্টারভিউ ফেস করা শিখুন, প্রাকটিস করুন টিউটোরিয়াল ধরে।
১৮. বিভিন্ন প্রতিষ্ঠানের এইচআরকে সরাসরি সিভি পাঠান চাকরী চেয়ে। অবশ্যই স্মার্ট মেইল বডিসহ।
১৯. থার্ড পার্টি হেড হান্টিং প্রতিষ্ঠানে সিভি দিয়ে রাখুন।
২০. প্রচুর লিংক, নেটওয়ার্ক গড়ে তুলুন।
২১. ফর্মাল জবের অভিজ্ঞতা না থাকলেও ইন্টার্নশীপ, ভলান্টিয়ার ওয়ার্ক, অর্গানাইজিং জব, শর্ট টাইম ওয়ার্ক, লেকচার, পাবলিশিং, রাইটিং, সেমিনার এটেন্ডিং-এমন যা কিছুকে আপনার প্রেজেন্টেবল এক্সপিরিয়েন্স বলে মনে হয়, সেগুলো সিভিতে যোগ করুন।
২২. একজন প্রোফেশনাল ক্যারিয়ার এ্যাডভাইজারের সাথে কনসাল্ট করুন আর তার সাথে নিয়মিত কথা বলুন।
২৩. যেকোনো কর্পোরেট পার্সনের সাথে মীট করতে গেলে ইন্টারভিউ দেবার মতো প্রিপারেশন নিয়ে যান।
২৪. প্রচুর প্রতিষ্ঠানের ফেসবুক পেজ ও লিংকডইন পেজ আছে। না চাইতেও সেখানে একটি সিভি এবং দারুন একটি মেসেজ ড্রপ করে রাখুন।
২৫. প্রথম জবটি যাই হোক, জয়েন করে ফেলুন। ভাইবার, মেসেঞ্জার, হোয়াটসএ্যাপ, গুগল ম্যাপ, স্কাইপ ও মেইল-ব্যবহারে অভ্যস্ত ও নির্দিষ্ট সময় পরে পরে আপডেট থাকুন।
২৬. যদি এমন হয় যে সবরকম প্রস্তুতি স্বত্বেও আপনি ইন্টারভিউতে ডাক পাচ্ছেন না, সেক্ষেত্রে আরো যেসব জব সিকাররা আছেন, তাদের সাথে কথা বলুন, তাদের অভিজ্ঞতা জানার চেষ্টা করুন।
সবচেয়ে বড় কথা হল, হতাশ হবেন না এবং সাহস হারাবেন না। কনফিডেন্স লুজ করলে যদি চাকরী পাবার নিশ্চয়তা পান তবে সেটা করুন। আর যদি মনে হয় হতাশ না হয়ে চেষ্টা করে গেলে কিছু হলেও হতে পারে, তবে সেটাই করে যান।
লেখকঃ মানবসম্পদ পেশাজীবী
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার লেখাটি পরে যে বিষয়টা ভালভাবে বুঝতে পারলাম তা হলো চেস্টায় সব পাওয়া যায়।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। অনুগ্রহপূর্বক আরএমজি জার্নালের সাথে থাকুন। আপনাকে আমাদের লেখা পড়ার ও সম্ভব হলে লেখার অনুরোধ জানাচ্ছি ।
ইমেইলঃ chanchal@musician.org
sms on facebook page: https://www.facebook.com/rmgjournal/
ভাল থাকবেন। শুভকামনা।
Just saying a excellent wil not enough still will say thanks for sharing, most of the people’s don’t have time to read that what they behind,
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। অনুগ্রহপূর্বক আরএমজি জার্নালের সাথে থাকুন। আপনাকে আমাদের লেখা পড়ার ও সম্ভব হলে লেখার অনুরোধ জানাচ্ছি ।
ইমেইলঃ chanchal@musician.org
sms on facebook page: https://www.facebook.com/rmgjournal/
ভাল থাকবেন। শুভকামনা।
Good advice sir
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। অনুগ্রহপূর্বক আরএমজি জার্নালের সাথে থাকুন। আপনাকে আমাদের লেখা পড়ার ও সম্ভব হলে লেখার অনুরোধ জানাচ্ছি ।
ইমেইলঃ chanchal@musician.org
sms on facebook page: https://www.facebook.com/rmgjournal/
ভাল থাকবেন। শুভকামনা।