
ওয়ালিদুর রহমান :
চাকরী খুঁজবেন কীভাবে?: ওয়ালিদ
সারা মাস অনেক মানুষ চাকরী পেতে সহায়তা চান। আন্তরিকভাবে সহায়তা করতেও চাই। তাদেরকে আমার কাজের ধরনটি বুঝিয়েও বলি। কানেকটেড থাকতে বলি। কিন্তু যখন কোনো একটা ওপেনিং এর জন্য লোক খুঁজি, তখন আর কাউকে পাই না। মানুষ চাকরী পায় না। আবার আমরা এমপ্লয়াররা উপযুক্ত লোক সময়মতো খুঁজে পাই না। এ বড় ধাঁ-ধাঁ। একটি উপযুক্ত চাকরী খুঁজে হয়রান হতে হয়নি-এমন লোক খুব বিরল। অনেক সময় ভুলভাবে খোঁজাখুঁজির জন্য চাকরী খোঁজাই সার হয়, জলে যায় সব উদ্যোগ। কীভাবে কার্যকরভাবে খুঁজবেন চাকরী, তা বলছি সংক্ষেপে:
১. প্রথমেই নিজের কাঙ্খিত সেক্টর, চাকরীর সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন।
২. আধুনিক, যুগোপযোগী ও নির্দিষ্ট পজিশনের জন্য মানানসই আলাদা আলাদা একটি সিভি বানান।
৩. নিজের গুগল ড্রাইভে, ফেসবুকে কিংবা ক্লাউডে একটি সিভি লোড করে রাখুন। নিজের মোবাইলে সবসময় একটি সিভি রাখুন।
৪. আর নিজে নিশ্চিত হয়ে নিন, আপনি চাকরী পাবার মৌলিকতম কমোন যোগ্যতাগুলো নিয়ে তৈরী কিনা। যেমন, ইংরেজি জ্ঞান, কম্পিউটার জ্ঞান, শার্পনেস, স্মার্ট প্রেজেন্টেশন, ইন্টারভিউ স্কীল, কমিউনিকেশন পাওয়ার, জেনারেল থিংকিং এবিলিটি ইত্যাদি।
৫. যতগুলো বিখ্যাত কোম্পানীকে আপনার যোগ্যতার জন্য উপযুক্ত মনে হয়, তাদের ওয়েবসাইটের ক্যারিয়ার সেকশনে গিয়ে আপনার একটি প্রোফাইল বানিয়ে রাখুন আর নিয়মিত আপডেট করুন। পাসওয়ার্ড কোথাও লিখে রাখুন।
৬. ফেসবুকে বেশ কিছু দারুন জব হান্টিং পেজ আছে। ওগুলোতে মেম্বার হোন। প্রতিদিন অন্তত একবার চেক করুন।
৭. আমি কতগুলো জব সাইটের নাম বলছি। ওগুলোতে নিজের প্রোফাইল বানান আর নিয়মিত আপডেট করুন:
দেশি জব পোর্টালস-
www.linkedin.com, www.bdjobs.com, www.azadijobs.com, www.femalejobs.com.bd, www.nayadigantajobs.com, www.yellowjobs.com.bd, www.everjobs.com.bd, www.jobsa1.com, www.jobsbd.com, www.chakuri.net, www.keenlayjobs.com, www.jobsinbd.com, www.chakri.com, www.jobstunes.com, www.alokitojobs.com, www.bdjobstoday.com, www.ufixmebd.com, www.bd-career.com, www.jobsbangladesh.com, www.bikroy.com, www.serajobs.com
বিদেশি জব পোর্টালস-
www.naukri.com, www.careerbuilder.com, www.indeed.com, www.monster.com, www.roberthalf.com, www.job.com, www.jobdiagnosis.com, www.beyond.com, www.ziprecruiter.com, www.theladders.com, www.glassdoor.com, www.us.jobs.com, www.simplyhired.com, www.gulftalent.com, www.bayt.com, www.expatriates.com
ফেসবুক পেজ/গ্রূপ-
Vacancy announcement, Vacancy announcement of Bangladesh, Vacancy Announcement for Apparel Sector BD, Job at MNC & Others in BD, BDHUNT- Recruitment Solution Partner, Job Circular ( চাকরির খবর ), Job Circular – নিয়োগ বিজ্ঞপ্তি, প্রতিদিনের চাকরির খবর, CAREER @ CTG, Job information – জব ইনফর্মেশন, চাকরি খুঁজব না চাকরি দেব, চাকরির খবর ইত্যাদি।
৮. বিভিন্ন জনের কাছে এলোমেলোভাবে না ঘুরে কিছু কর্পোরেট পারসনকে টার্গেট করুন। তাদের সাথে জব নিয়ে নিয়মিত লিংকড থাকুন।
৯. বিভিন্ন প্রোফেশনাল গ্রুপ/পেজে নিয়মিত থাকুন, নিজের পরিচিতি বাড়ান, মন্তব্য দিন, মতামত দিন।
১০. অভিজ্ঞ ও বিজ্ঞ প্রোফেশনালদের কাছে নিয়মিত মতামত নিন।
১১. থার্ড পার্টি হেড হান্টিং ফার্ম এখন খুব কাজে দেয়। ওদের সাথে যোগাযোগ করে নিজের প্রোফাইল বানান কিংবা সিভি দিয়ে রাখুন।
১২. লিংকডইনে নিয়মিত হোন। কানেকশন বাড়ান। ওখানে উন্মুক্তভাবে প্রচুর অফার আসে। মাঝে মধ্যে নিজের যোগ্যতা ও চাকরীর চাহিদা সংক্ষেপে লিখে নিজের ফেসবুক ওয়ালে কিংবা লিংকডইনে পোস্ট দিতে পারেন।
১৩. কিছু কিছু বিশেষায়িত পত্রিকাসহ দৈনিক পত্রিকাতে এখনো কিছু কিছু সার্কুলার হয়। সপ্তাহের একটি নির্দিষ্ট দিন বা দু’দিন ওগুলো দেখুন। প্রযোজ্য ক্ষেত্রে আবেদন করুন। কখনো অন্যের কাছে থাকা কোনো পত্রিকাতে কিছু দেখলে নিজ মোবাইলে চট করে একটা ফটো তুলে নিন। পরে সময়মতো আবেদন করবেন।
১৪. অবশ্যই সার্কুলারের প্রতিটি খুঁটিনাটি মন দিয়ে পড়বেন এবং তা মেনে আবেদন করবেন। নির্দেশনা না মেনে এলোমেলো বা ভাগ্য পরীক্ষামূলক আবেদন করবেন না।
১৫. কখনোই আবেদন করতে কভার মেইল ও সাবজেক্ট লাইনে কাঙ্খিত পজিশন লিখতে ভুলবেন না।
১৬. কখনো কোনো মানুষের সাথে চাকরী বিষয়ক কোনো কাজে দেখা করতে গেলে একটি সিভি নিয়ে যাবেন এবং সেখানে ইন্টারভিউ দেবার মতো প্রস্তুতি নিয়ে যাবেন। বাসাতেও কয়েক কপি রাখবেন।
১৭. নিজ বিশ্ববিদ্যালয়ের ভাই, জুনিয়র কিন্তু প্রতিষ্ঠিত প্রোফেশনাল কিংবা আগের অফিসের কলিগদের সাথে যোগাযোগ রাখবেন।
১৮. অযথা ফেসবুকিং এ সময় না দিয়ে বাসে, লঞ্চে, ট্রেনে যাতায়াত কালে সাইটগুলো দেখুন, ফেবু পোর্টালগুলো দেখুন। তাৎক্ষনিক কিছু করতে যেহেতু পারবেন না, তাই পোস্টগুলো সেভ করে রাখুন। পরে আবেদন করুন।
এই সবকিছু যদি আপনি নিয়ম করে পালন করেন, নিঃসন্দেহে আপনার সুযোগের সংখ্যা বাড়বে।
লেখক : এইচআর/এডমিন পরামর্শক, ক্যারিয়ার কাউন্সিলর, লেখক
Great suggestion sir
Excellent and helpful tips Sir.
Good work.it will help me to find a job.
it’s great post
Thank you for your convenient advice. I tried a lot,the result is zero,but I don’t lost my hope. I’ll follow your advice and again thanks a lot.
অসম্ভব সুন্দর লেখাগুলো…অনেক ভুল ধারনা,অনেক সংকোচবোধ কেটে গেলো এটি পড়ে…ধন্যবাদ স্যার এই মূল্যবান বিষয়ে লেখার জন্য.
অনেক ভালো লাগলো আপনার লেখা,ধন্যবাদ স্যার,অনেক ভালো থাকেন.
What a helpful and informative topic it is? unbelievable goodness that is ever seen. Sir it is my first day to open my LinkedIn account. I should have to open this account around five years ago. I clear understand whatever you say. Sir you are a so creative person. we need such a mentor like you in our profession. So the key to quality is open right now in my front. thank you so much sir.
good suggestions sir
WHAT A GREAT IDEA !!!!!NOTHING TO SAY TO YOU,JUST A WORD ITS BEST.
what a great idea!!!!! thanks for your help.
We are great sir with your job comments i think in my life challenging.what a great idea and almost another people helping your comments.so i like it and follow this your comments.
It is too helpful
Execellent suggestion sir